খুলনায় যুবককে গুলি, নেপথ্যে মাদক ব্যবসা

3 months ago 68

খুলনার রুপসা উপজেলায় মো. বনি আমিন (৩৪) নামে এক যুবককে গুলি করে ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) দিনগত রাত সাড়ে ১২টায় উপজেলার নৈহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বনি আমিন উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের বাসিন্দা মো. নিজাম উদ্দিনের ছেলে। রুপসা কলেজের পাশে বিকাশ ও ফ্লেক্সিলোডের দোকান রয়েছে তার।

জানা গেছে, আহত বনি আমিনের বিরুদ্ধে মাদকব্যবসার অভিযোগ রয়েছে। মাদক সংশ্লিষ্ট টাকার লেনদেন ঘিরে তাকে গুলি করা হয়েছে।

জানা যায়, বনি আমিন প্রতিদিনের মতো দোকান বন্ধ করে ঘটনার রাতে বাড়ি ফিরছিলেন। এসময় একটি মোটরসাইকেলে অজ্ঞাতপরিচয় দুজন যুবক তাকে ডেকে নিয়ে আবার দোকান খুলতে বলেন। এরপর বনি আমিন ও ওই দুজন কথা বলতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা হেলমেট পরিহিত অবস্থায় বনি আমিনকে পিস্তল দিয়ে গুলি করে। বাম পায়ে হাঁটুর উপরে মাংসপেশিতে গুলি লাগে। এরপর দুর্বৃত্তরা দোকানের ক্যাশে থাকা আনুমানিক ৮০ হাজার টাকা ও কিছু মিনিট কার্ড নিয়ে চলে যায়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, বনি আমিন একসময় বেপরোয়া ছিলেন। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে বিকাশ এবং ফ্লেক্সিলোডের ব্যবসা করছেন। কিন্তু মাদক সংশ্লিষ্ট টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করেন। হামলাকারীরা বনি আমিনের পূর্ব পরিচিত। বনি আমিনের কাছে মাদক সংশ্লিষ্ট ৪০ হাজার টাকা নিতে রাতে দোকান খোলায় দুর্বৃত্তরা। প্রায় ৫-৭ মিনিট দোকানের ভেতরে বসে কথা বলেন তিনজন। একপর্যায়ে দুর্বৃত্তরা বনি আমিনকে গুলি করে টাকা ও মিনিট কার্ড নিয়ে চলে যায়। বনি আমিন মাদক ব্যবসায়ী মীর মামুন গ্রুপের সহযোগী হিসেবে পরিচিত।

রুপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় কেউ পুলিশকে অবহিত অথবা অভিযোগ করেনি। তবে ঘটনা শুনে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়েছে ও তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরিফুর রহমান/এমএন/এমএস

Read Entire Article