খুলনায় ১৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

1 month ago 25

খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১৪টি প্রতিষ্ঠানকে দুই লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় সদর থানার কালীবাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠান থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে খুলনা মহানগরীর গল্লামারী নিরালা ও পূর্ব বানিয়া খামার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিমের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার পুরাতন ভেমরা ও মাহমুদপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে সদর উপজেলার বয়ড়াতলা ও কালিচরনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার নিশ্চিতপুর ও শত্রুজিৎপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে আলমডাংগা উপজেলার জীবননগর ও হাসদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডলের নেতৃত্বে সদর উপজেলার কলেজ মোড় ও আর সি রোড এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আলমগীর হান্নান/জেডএইচ/এমএস

Read Entire Article