খুলনায় ২ যুবককে গুলি করে হত্যা

2 months ago 7
খুলনার রূপসায় দুজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাব্বির ও সাদ্দাম। এ ঘটনায় সাব্বির ঘটনাস্থলেই নিহত হন। আর গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ছাড়া মিরাজ নামের অপর আহত যুবকের কোমরের পেছনে গুলি লেগেছে। তিনি খুলনা নগরীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে পালিয়ে গেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্প‌তিবার রাতে রাজাপুর এলাকার সোহাগের বাড়িতে সাব্বির, মিরাজ ও সাদ্দাম আসেন। পরে হঠাৎ গোলাগুলির শব্দ পাওয়া যায়। গুলিতে সাব্বির ঘটনাস্থলে মারা যায়। সাদ্দামকে স্থানীয় স্বজনদেরদের সহযোগিতায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুলিটি মাথার পেছনের অংশে লাগায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে মারা যান সাদ্দাম। এদিকে মিরাজের কোমরের পেছনে, নিচের অংশে গুলি লাগায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে পালিয়ে যান।  এ বিষয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মিরাজ ও সাব্বির দুজনেই সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী। স্থানীয় মাদক ব্যবসায়ী সোহাগের বাড়িতে মাদক ব্যবসাসংক্রান্ত বিষয় অভ্যন্তরীণ ঝামেলা হওয়ায় সাব্বির, মিরাজ ও সাদ্দামকে গুলি করা হয়। সাব্বির ঘটনাস্থলে মারা যায়। সাদ্দামকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ছাড়া মিরাজ একটি হাসপাতাল থেকে ভয়ভীতি দেখিয়ে চিকিৎসা নিয়ে পালিয়ে যান।
Read Entire Article