খেলতে গিয়ে ডোবায় পড়ে প্রাণ গেলো শিশুর

2 months ago 28

শরীয়তপুরে ডোবার পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে সোহান নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের তেতুলিয়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহত সোহান ওই এলাকার রিপন কোতোয়ালের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শিশুটি বাড়ির পাশেই খেলছিল। এসময় সে খেলতে খেলতে ডোবার পাশে চলে যায়। কোনো এক সময় পড়ে যায় পানিতে। এদিকে তাকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা। পরবর্তীতে তাকে ডোবার পানি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ বিষয়ে জানতে চাইলে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বিষয়টি বেদনাদায়ক। এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।

বিধান মজুমদার অনি/জেডএইচ/এমএস

Read Entire Article