খেলতে গিয়ে পুকুরে প্রাণ গেলো মিরাজ-লিজার

4 months ago 86

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পুরাঘাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো একই গ্রামের আবদুল লতিফের মেয়ে ইসরাত জাহান লিজা (৫) ও শরীফ তরফদারের ছেলে মিরাজ হাসান তরফদার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অজান্তে পুকুরের কিনারায় সামান্য পানিতে গোসল করছিল ওই দুই শিশু। একপর্যায়ে দুজনই বেশি পানিতে চলে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে অচেতন অবস্থায় পুকুুরে ভাসতে দেখেন তারা। পরে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় বাজারে পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান মিন্টু/এসআর

 

Read Entire Article