রাজধানীর ওয়ারী থানার ধোলাইখাল এলাকায় নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জান্নাত নামের ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। খেলতে গিয়ে বিদ্যুতের বোর্ডে হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে।
বুধবার (২১ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
- আরও পড়ুন
- জনপ্রতিনিধিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য করতে হবে
- নুরের পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় নগর ভবনে বিশৃঙ্খলা
নিহত শিশুর নানি নাসরিন বেগম বলেন, জান্নাত বাসায় খেলা করছিল। এসময় বিদ্যুৎ চলে যায়। খেলার সময় সে বিদ্যুতের বোর্ডে হাত দেয়। সে সময় বিদ্যুৎ চলে আসায় জান্নাত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস

5 months ago
13









English (US) ·