গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইবিতে রক্তদান কর্মসূচি

2 days ago 3

গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) ক্যাম্পাসের বটতলায় আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি এ কর্মসূচির আয়োজন করে। দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ১৬ জন শিক্ষার্থী রক্ত দেন।

প্রোগ্রামের পরিচালক মেহেদী হাসান বলেন, বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, তাদের স্মরণে আজকের এই আয়োজন। জুলাই-আগস্ট বিপ্লবের স্পিরিট নিয়ে ফ্যাসিবাদের দোসরদের সব ষড়যন্ত্র আমরা রুখে দিতে চাই।

গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ইবিতে রক্তদান কর্মসূচি

এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিন্নাতুল করিম আকন্দ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সংগঠনটির সহ-সভাপতি ওবায়দুল রহমান আনাস, মেহেদী হাসান তানভীর, প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মুনজুরুল ইসলাম/এসআর/এমএস

Read Entire Article