গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব

1 month ago 9

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে উপলক্ষে বার্লিনে বিজয় র‍্যালি ও উৎসবের আয়োজন করেছে জার্মান বিএনপি। মঙ্গলবার বিকেলে (৫ আগস্ট) বার্লিন শহরের একটি মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল রাজনৈতিক আলোচনা, শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক পরিবেশনা।

আয়োজনের সূচনা হয় এক আনন্দ র‍্যালির মাধ্যমে। পরে মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব। অনুষ্ঠান পরিচালনা করেন জার্মান বিএনপির সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক খান ছিলেন। শুভেচ্ছা বক্তব্য দেন বার্লিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারি।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে জার্মান বিএনপির সাবেক সভাপতি আকুল মিয়া বলেন, অনেক আত্মত্যাগ ও দীর্ঘ সাধনার পরে আজ আমরা এই জুলাই মাসকে বিজয়ের মাস হিসেবে উদযাপন করছি। এটি আমাদের জন্য গর্বের। আমরা আজ মুখ খুলে কথা বলতে পারছি, আনন্দ করতে পারছি, এটি শহিদদের আত্মত্যাগের ফসল।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব

জার্মান বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গণি সরকার দলীয় শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা সবাই বিএনপির কর্মী, এটাই আমাদের পরিচয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলতে হবে। দলীয় ঐক্য ও সম্মান রক্ষা করা সবার দায়িত্ব।

এছাড়াও বক্তব্য দেন বার্লিন বিএনপির সাবেক সভাপতি জসিম শিকদার এবং জার্মান বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাহ আলম। জসিম শিকদার জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আন্দোলন এখনো শেষ হয়নি, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বার্লিনে বিএনপির বিজয় উৎসব

এছাড়াও বক্তব্য দেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি রেজাউল কাজি সাইদ, শাহ আলম, সাংগঠনিক সম্পাদক কাজী সুরুজ, জার্মান স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সারোয়ার হোসেন, আবু তাহের, যুবদল নেতা মাহবুব, রুহেল আহমেদ, রেদোয়ান, স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম সাগর, জাকির, সাজ্জাদ, রাফি, মিশু প্রমুখ।

দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা ও আবৃত্তির মাধ্যমে অংশগ্রহণকারীরা বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন।

এমআরএম/এএসএম

Read Entire Article