‘গণঅভ্যুত্থানের বিজয় সমগ্র জাতির অর্জন’

2 days ago 10

বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, কেউ যদি মনে করে ৫ আগস্টে গণঅভ্যুত্থানের সফলতা কোনো ব্যক্তি বা গুটি কয়েকজনের সফলতা তাহলে সেটি ভুল ধারণা। গণঅভ্যুত্থানের বিজয় সমগ্র জাতির অর্জন। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ দিঘিরপাড় মাঠে বাংলাদেশ ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

তিনি বলেন, এই গণঅভ্যুত্থানে বিএনপির ৫শ নেতাকর্মী তাদের প্রাণ দিয়েছে। শুধু তাই নয় গত ১৬ বছর সারা দেশে বিএনপির আন্দোলন সংগ্রামে কয়েক হাজার নেতাকর্মী শহীদ হয়েছে। তাই এই অর্জন কেবল জুলাই-আগস্টের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। ১৬ বছরের আন্দোলনের ফসল হচ্ছে ৫ আগস্টের বিজয়। 

এ সময় তিনি দ্রুত নির্বাচনের তাগিদ দিয়ে বলেন, বর্তমানে দেশে বিশৃঙ্খল অবস্থা চলছে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। কারণ অনির্বাচিত সরকার যতই শক্তিশালী হোক তাদের সিদ্ধান্তের অনেক সীমাবদ্ধতা থাকে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়া হয়েছে। তবে তাও একটি নির্দিষ্ট সময় সীমার মধ্যে থাকতে হবে। 

তিনি বলেন, কিংস পার্টি বা কুইন্স পার্টির নামে পায়তারা করে আজীবন বা বছরের পর বছর ক্ষমতায় থাকার চিন্তাধারা থেকে দূরে সরে আসতে হবে। তাই ফ্যাস্টিস্ট আওয়ামী সরকারের মতো জনবিচ্ছিন্ন হওয়ার আগে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান এই কেন্দ্রীয় নেতা। 

জেলা ছাত্রদল আয়োজিত অনুষ্ঠানে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহসভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন রিপন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজম প্রমুখ।

Read Entire Article