‘গণক’ মাঞ্জরেকারকে একহাত নিলেন শামি

2 months ago 33

২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে মোহাম্মদ শামি ছিলেন দুর্দান্ত। ৭ ম্যাচ খেলে হয়েছিলেন আসরের সর্বোচ্চ উইকেটশিকারি (২৪)। গোড়ালিতে চোট থাকলেও ফাইনাল খেলেছিলেন ডানহাতি এই পেসার। এরপর টানা এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। এখন পর্যন্ত ফেরা হয়নি জাতীয় দলে।

আন্তর্জাতিক ক্রিকেটে না ফিরলেও ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরেছেন শামি। গেল সপ্তাহে ফিরেই চমক দেখিয়েছেন তিনি। বেঙ্গলের হয়ে মধ্যপ্রদেশের বিপক্ষে ৪৩.২ ওভার বল করে ৭ উইকেট দখলে নেন শামি। এতে ১১ রানের জয় পায় বেঙ্গল।

মাঠে ফেরার কিছুদিন আগে শামিকে নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে তিনি বলেছিলেন, এবার শামির দাম অনেক কমে যাবে।

স্টার স্পোর্টসকে মাঞ্জরেকার বলেছিলেন, ‘বিভিন্ন দল অবশ্যই আগ্রহ দেখাবে। কিন্তু শামির চোটের ইতিহাস এবং সাম্প্রতিক চোট থেকে সেরে উঠতেও বেশ সময় লেগেছে। তাই মৌসুমের মাঝে আবারও এমন কিছুতে ভোগার শঙ্কাটা থাকে। এখন কোনো ফ্র্যাঞ্চাইজি যদি তার পেছনে অনেক বিনিয়োগ করে মৌসুমের মাঝপথে হারিয়ে ফেলে, তাহলে বিকল্পও কমে আসে। এসব কারণে তার দাম কমতে পারে।’

মাঞ্জরেকারের এমন ভবিষ্যদ্বাণী মোটেও পছন্দ হয়নি শামির। কথার লড়াইয়ে এই গণককে তুলোধুনো করলেন ভারতীয় পেসার। তির্যক ভাষায় শাসানোর মাধ্যমে প্রকাশ্যে এলো শামি-মাঞ্জরেকার বিরোধ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শামি লেখেন, ‘বাবা জী’র জয় হোক। একটু জ্ঞান নিজের ভবিষ্যতের জন্যও বাঁচিয়ে নাও, কাজে আসবে সঞ্জয় জী। কারও যদি ভবিষ্যৎ জানার থাকে তাহলে সে যেন স্যারের সাথে দেখা করেন।’

এমএইচ/জিকেএস

Read Entire Article