গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

7 hours ago 5

ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান বলেছেন, যত দিন যাচ্ছে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশ্বাস করে না, সেই গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয়-সংগঠিত হচ্ছে। পতিত ফ্যাসিস্টরা আবারও জোটবদ্ধ হচ্ছে। তারা ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে। এই পরিস্থিতিতে সংকট উত্তোরণে নির্বাচন ও নির্বাচিত সরকারের বিকল্প নেই।

রোববার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে লায়ন ফারুক বলেন, বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন। দ্রুত নির্বাচন দিয়ে সংকট থেকে উত্তোরণের সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ হারিয়ে ফেললে অনেক বছর পিছিয়ে যাবে দেশ। রাজনৈতিক দলগুলো প্রমাণ করেছে, তারা সবাই দেশকে ভালোবাসে। ছাত্র-জনতার সাথে তারাও ত্যাগ স্বীকার করে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের সংশ্লিষ্টরা সব দলের কাছে গ্রহণযোগ্য একটি বন্দোবস্ত দেবেন; যাতে সবাই মিলে দেশ গড়তে সেই বন্দোবস্ত নিয়ে এগিয়ে যেতে পারে। আমরা সবাই যেন একটি বিষয়ে একমত হই, কোনোভাবেই পতিত ফ্যাসিবাদের পুনর্বাসন যাতে না হয়।

জনতার অধিকার পার্টির সভাপতি তরিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং মহাসচিব রাজা রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আরো বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনডিপির (একাংশ) চেয়ারম্যান ক্বারী আবু তাহের, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ প্রমুখ।

Read Entire Article