গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে : সেলিমা রহমান
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান আমৃত্যু লড়াই করেছেন। তার সুযোগ্য সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গণতন্ত্রের প্রতিষ্ঠায় লড়াই করেছেন, জেল খেটেছেন। তারেক রহমানও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সব লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের সেই লড়াই-সংগ্রাম এখনো শেষ হয়নি।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বগুড়ার সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বক্তব্য দেন বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে।
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমান আমৃত্যু লড়াই করেছেন। তার সুযোগ্য সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও গণতন্ত্রের প্রতিষ্ঠায় লড়াই করেছেন, জেল খেটেছেন। তারেক রহমানও ফ্যাসিবাদীদের বিরুদ্ধে সব লড়াই-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমাদের সেই লড়াই-সংগ্রাম এখনো শেষ হয়নি।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বগুড়ার সারিয়াকান্দি ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলামের পক্ষে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। বক্তব্য দেন বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম।