বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ হচ্ছে সুষ্ঠু নির্বাচন। দেশে দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের অবসান ঘটিয়ে জনগণ এখন মুক্তির স্বাদ নিতে চায়। শহীদ জিয়ার চেতনাকে ধারণ করে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের উচিত হবে আওয়ামী দোসরদের মাথাচাড়া দেওয়ার সুযোগ বন্ধ করা।
শনিবার (১৬ নভেম্বর) সিলেট নগরের ঘাসিটুলা মোকামবাজারে সিলেট মহানগরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুল মুক্তাদির বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটসহ সব সমস্যার সমাধান গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মাধ্যমে সম্ভব। আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনে দেশ বিভক্ত হয়ে পড়েছে। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, যা জনগণের ভোটের মাধ্যমে গণতান্ত্রিক সংসদ তৈরি করবে।
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাব্বির আহমদের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্রীপ জ্যোতি এষ এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।