‘গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে শেখ হাসিনা’

2 months ago 33

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা গত ১৬ বছরে জনগণের কণ্ঠরোধ করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রেখেছিলেন। তিনি দেশের কোটি কোটি টাকা ও সম্পদ লুটপাট করেছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করে গণতন্ত্রকে ‘গলাটিপে হত্যা’ করেছে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সরকারি কলেজ মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

jagonews24

তিনি বলেন, শেখ হাসিনা ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগের পর ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। কিন্তু দেশের ছাত্র-জনতা এ ষড়যন্ত্র প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ। তিনি শেখ হাসিনা ও তার দোসরদের ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

চৌহালী উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লার সভাপতিত্বে এতে বক্তব্য দেন রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও সিরাজগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জাহিদ আলম।

এম এ মালেক, সিরাজগঞ্জ/এমআরএম

Read Entire Article