গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী: নবাগত জেলা প্রশাসক

ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, "গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুসংহত করতে মৌলিক ভিত্তি প্রয়োজন, আর এর অন্যতম হলো সংবাদমাধ্যম।"জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, "আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, বরং প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে আপনাদের পাশে চাই। পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় কখনো আপস করা যাবে না—এটাই আমাদের প্রত্যাশা। মতাদর্শ ও রাজনৈতিক চিন্তায় ভিন্নতা থাকতেই পারে, তবে সাংবাদিকতার পেশাদার মানদণ্ডে যেন আমরা সবাই অবিচল থাকি।"তিনি আশা প্রকাশ করে বলেন, "সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে আমাদের পাশে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ময়মনসিংহকে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।"সভায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, "নির্বাচন পূর্ববর্তী সময়ে জনগণ যেন স্বস্তিতে থাকতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে এবং আইনগত সহযোগিতা পায়—এটাই

গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী: নবাগত জেলা প্রশাসক

ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, "গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী। একটি গণতান্ত্রিক রাষ্ট্রকে সুসংহত করতে মৌলিক ভিত্তি প্রয়োজন, আর এর অন্যতম হলো সংবাদমাধ্যম।"

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, "আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী নই, বরং প্রশাসনের সহযোগী শক্তি হিসেবে আপনাদের পাশে চাই। পেশাদার সাংবাদিক হিসেবে দায়িত্বশীলতার জায়গায় কখনো আপস করা যাবে না—এটাই আমাদের প্রত্যাশা। মতাদর্শ ও রাজনৈতিক চিন্তায় ভিন্নতা থাকতেই পারে, তবে সাংবাদিকতার পেশাদার মানদণ্ডে যেন আমরা সবাই অবিচল থাকি।"

তিনি আশা প্রকাশ করে বলেন, "সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রেখে আমাদের পাশে থাকলে খুব অল্প সময়ের মধ্যেই ময়মনসিংহকে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।"

সভায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, "নির্বাচন পূর্ববর্তী সময়ে জনগণ যেন স্বস্তিতে থাকতে পারে, নিরাপদে চলাফেরা করতে পারে এবং আইনগত সহযোগিতা পায়—এটাই আমাদের মূল লক্ষ্য।"

শহরের যানজট নিরসনে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, "যানজট সমাধানে প্রশাসন, পুলিশ এবং সাংবাদিকসহ সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি। কোন নীতি গ্রহণ করলে সমস্যা দ্রুত সমাধান হবে—এ বিষয়ে আমরা সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিতে চাই।"

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow