গণফোরাম থেকে মহিউদ্দিন আবদুল কাদিরের পদত্যাগ

3 hours ago 6

গণফোরাম থেকে পদত্যাগ করেছেন দলটির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদির। বুধবার (২২ জানুয়ারি) ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের সভাপতি বরাবর পদত্যাগ করেছেন তিনি। 

গণফোরামের প্রেসিডিয়াম মেম্বার ছাড়াও প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন আবদুল কাদির। রাজধানীর পুরানা পল্টনস্থ গণফোরাম কার্যালয়ে ইতোমধ্যে তার এই পদত্যাগপত্র পৌঁছেছে বলে দলটির এক কেন্দ্রীয় নেতা কালবেলাকে নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন আবদুল কাদির গণফোরামের ‘ঐক্যবদ্ধ’ সপ্তম জাতীয় কাউন্সিলে প্রেসিডিয়াম মেম্বার হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি দলটির মোস্তফা মোহসীন মন্টু অংশের নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 

গণফোরাম থেকে পদত্যাগ করলেও মহিউদ্দিন আবদুল কাদির রাজনীতিতে সক্রিয় থাকবেন বলে তার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। 

Read Entire Article