গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হবে

1 week ago 37

বর্তমান অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের নির্বাচিত সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়ন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

কামাল আহমেদ বলেন, আমরা আশা করি এবং কাগজে-কলমে দেখেছি অতীতে সরকারে ছিল কিংবা ভবিষ্যতে ক্ষমতায় আসবে এমন অনেক দল সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকার কী কী করবে তা ঘোষণা করেছে।

‘আশা করি তারা তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করলে তাদের অঙ্গীকার বাস্তবায়ন হবে’- বলেন তিনি।

এমইউ/এমকেআর

Read Entire Article