গণমাধ্যমে প্রতিবন্ধীদের বিষয়ে সংবেদনশীলতা নিশ্চিতের আহ্বান

2 weeks ago 6

প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিতা সংশ্লিষ্ট বিষয়গুলো সংবেদনশীল ও ন্যায্য উপস্থাপনা, গণমাধ্যম সংবাদ ও তথ্যে দর্শক-শ্রোতাদের প্রবেশগম্যতা এবং বার্তাকক্ষ ও ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তির অংশ নেওয়ার ওপর জোর দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিশিষ্টজনেরা।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীত ‘গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা বিষয়ে ব্যবহারিক নির্দেশিকার খসড়া উপস্থাপনা’ শীর্ষক এক সভায় এ আহ্বান জানানো হয়।জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেসকো) সহায়তায় এ সভার আয়োজন করে গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরজ্জামান সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন ইউনেসকো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা। তিনি ব্যবহারিক নির্দেশিকার প্রেক্ষাপট, বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক গণমাধ্যমের গুরুত্ব, নির্দেশিকার অভিযোজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় গণমাধ্যমের আধেয় বিশ্লেষণ, দলীয় আলোচনা ও সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত গবেষণা ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন সমষ্টির গবেষণা ও যোগাযোগ পরিচালক রেজাউল হক। গবেষণায় দেখা যায়, বাংলাদশের গণমাধ্যমে প্রতিবন্ধিতাবিষয়ক আধেয়ের পরিমাণ খুব কম, সংবাদসহ প্রতিবন্ধিতা সম্পর্কিত বিষয়গুলো সাধারণত নির্দিষ্ট দিবসকেন্দ্রিক এবং বিষয়বস্তুতে প্রতিবন্ধী ব্যক্তিদের সহানুভূতির চোখে দেখা হয়, পাশাপাশি বিষয়বস্তুতে গভীরতা ও বৈচিত্র্যের অভাব থাকে।

ইউনেসকো প্রণীত গণমাধ্যমে প্রতিবন্ধী সমতাবিষয়ক ব্যবহারিক নির্দেশিকার প্রধান বিষয়গুলো উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী। তিনি সম্পাদকীয় বিষয়বস্তু ও সমতাভিত্তিক অনুষ্ঠান, গণমাধ্যম বিষয়বস্তু ও অনুষ্ঠান প্রবেশগম্য করা, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনার চর্চাসহ নির্দেশিকার বিভিন্ন আধেয় নিয়ে আলোচনা করেন।

পরামর্শসভায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন এটুআই-এর অ্যাকসেসিবিলিটি বিষয়ক জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব ডিজিটাল জাহিদ নেওয়াজ খান, বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইযাসমিন, চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জামাল রেজা ও আইএলও’র কর্মসূচি কর্মকর্তা ফারজানা রেজা।

তাদের আলোচনায় গণমাধ্যমের বিষয়বস্তুকে প্রবেশগম্য করা, অন্তর্ভুক্তিমূলক সম্পাদকীয় চর্চা, বর্তমান চর্চার চ্যালেঞ্জগুলো, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থাপনা, বৈশ্বিক ও জাতীয় প্রেক্ষাপট ইত্যাদি বিষয়গুলো উঠে আসে।

সভায় সাংবাদিক, প্রযোজক, প্রতিবন্ধী ব্যক্তি, জাাতিসংঘের এবং প্রতিবন্ধীবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনা করেন।

আরএমএম/এমএএইচ/জিকেএস

Read Entire Article