গণমাধ্যমে হামলা ও সম্পাদককে হেনস্থার ঘটনায় ইবি প্রেস ক্লাবের নিন্দা
ইবি দৈনিক প্র থম আলো ও দ্য ডে ইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ–এর সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। শনিবার দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক জিসান নজরুল সাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ব্যথিত হয়েছে ইবি প্রেস ক্লাব। তবে এই শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গত ১৮ নভেম্বর দিবাগত রাতে প্র থম আলো ও দ্য ডে ইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একইসঙ্গে নিউ এজ-এর সম্পাদক জনাব নূরুল কবিরকে হেনস্থার মতো নিন্দনীয় ঘটনার জন্ম দেয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা এবং একজন সম্পাদককে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সরাসরি গণতান্ত্রিক চেতনা, মত প্রকাশের স্বাধীনতা ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। বিবৃতিতে তারা আরো বলেন, গ
ইবি দৈনিক প্র থম আলো ও দ্য ডে ইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নিউ এজ–এর সম্পাদক নূরুল কবিরকে হেনস্থার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রেস ক্লাব। শনিবার দুপুরে সংগঠনটির দপ্তর সম্পাদক জিসান নজরুল সাক্ষরিত বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে ইবি প্রেস ক্লাবের সভাপতি আবির হোসেন ও সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও ব্যথিত হয়েছে ইবি প্রেস ক্লাব। তবে এই শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গত ১৮ নভেম্বর দিবাগত রাতে প্র থম আলো ও দ্য ডে ইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। একইসঙ্গে নিউ এজ-এর সম্পাদক জনাব নূরুল কবিরকে হেনস্থার মতো নিন্দনীয় ঘটনার জন্ম দেয়। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যমের ওপর এ ধরনের হামলা এবং একজন সম্পাদককে লাঞ্ছিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড সরাসরি গণতান্ত্রিক চেতনা, মত প্রকাশের স্বাধীনতা ও সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে তারা আরো বলেন, গণমাধ্যমকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা একটি পরিকল্পিত অপচেষ্টা, যার উদ্দেশ্য স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত মত প্রকাশকে দমন করা। এর মাধ্যমে সমাজে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। অতীতেও এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে, কিন্তু সেগুলো কখনোই সফল হয়নি।
ইবি প্রেস ক্লাব এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে শান্তির জোর দাবি জানাচ্ছে।
What's Your Reaction?