গত ১৫ মাসের ইতিবাচক পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সফলতা : উপদেষ্টা ফরিদা
গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে ‘ফোর-এফ (৪-এফ) মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার নতুন ধারায় কাজ করছে। নানা শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা সরকারের অন্যতম বড় অর্জন। বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ সরকারের জন্য প্রয়োজনীয় নীতিগত সংস্কার রেখে যাওয়া হচ্ছে, যা পরবর্তী সরকার কাজে লাগাতে পারবে। দেশে গরুর মাংসের দাম তুলনামূলক বেশি থাকার বিষয়ে তিনি আরও বলেন, এতে প্রান্তিক খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন। তবে উৎপাদন ব্যয় কমাতে সরকার কাজ করছে। বিশেষ করে ‘ফোর-এফ মডেল’ বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও ব্যয় হ্রাস সম্ভব হবে। এর ফলে গরু, ছাগল ও মহিষের মাংসের দাম সহনীয় পর্যায়ে আসবে।
গত ১৫ মাসে দেশে যে ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) প্রাঙ্গণে ‘ফোর-এফ (৪-এফ) মডেল’-এর রেপ্লিকা উদ্বোধন ও এক সেমিনারে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, বর্তমান সরকার নতুন ধারায় কাজ করছে। নানা শ্রেণিপেশার মানুষকে সম্পৃক্ত করে রাষ্ট্র পরিচালনার সুযোগ সৃষ্টি করা হয়েছে, যা সরকারের অন্যতম বড় অর্জন। বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভবিষ্যৎ সরকারের জন্য প্রয়োজনীয় নীতিগত সংস্কার রেখে যাওয়া হচ্ছে, যা পরবর্তী সরকার কাজে লাগাতে পারবে।
দেশে গরুর মাংসের দাম তুলনামূলক বেশি থাকার বিষয়ে তিনি আরও বলেন, এতে প্রান্তিক খামারিরা ন্যায্যমূল্য পাচ্ছেন। তবে উৎপাদন ব্যয় কমাতে সরকার কাজ করছে। বিশেষ করে ‘ফোর-এফ মডেল’ বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও ব্যয় হ্রাস সম্ভব হবে। এর ফলে গরু, ছাগল ও মহিষের মাংসের দাম সহনীয় পর্যায়ে আসবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) গাজী মো. ওয়ালি-উল-হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিএলআরআই-এর মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?