গতিময় অর্থনীতির জন্য চাই শিল্পকারখানার সুরক্ষা
চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক আমিরুল হক বলেছেন, দেশের অর্থনীতি সচল রাখতে হলে দেশি শিল্পকারখানাগুলোর সুরক্ষা দিতে হবে। নিশ্চিত করতে হবে ব্যবসাবান্ধব পরিবেশ। অনুকূল পরিবেশ না থাকলে দেশে বিনিয়োগ হয় না। সরকারের উচিত শিল্পোদ্যোক্তাদের সঙ্গে বসে আলাপ-আলোচনার মাধ্যমে ব্যবসাবাণিজ্যসংক্রান্ত সমস্যার সমাধান করা। তাতে বিনিয়োগকারীরা উপকৃত হবেন। এর সুফল পাবে মানুষ। আমিরুল হক সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। তিনি দীর্ঘদিন ধরে শিপিং, সিমেন্ট খাতসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে সিকম গ্রুপের চেয়ারম্যান। প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক। আমিরুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন,