ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় নিখোঁজের ৫ দিন পর আলিফ খান (৬) নামে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) বিকাল ৫টার দিকে পাগলা থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশে স্বল্পছাপিলা গ্রামের ওয়াসিমের মৎস্য খামার থেকে শিশু আলিফের লাশ উদ্ধার করে।
শিশু আলিফ গফরগাঁওয়ের পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের স্বপ্লছাপিলা গ্রামের মো. কানন খান ও পাপড়ি আক্তার দম্পতির একমাত্র ছেলে।... বিস্তারিত