গভীর রাতে চবির দুই শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা

1 month ago 22

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্টের পাশে এ ঘটনা ঘটে।

তারা হলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহিবুল ইসলাম মহিব ও নিরব আহমেদ।

একই বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন আশিক বলেন, গতকালের ঘটনাটা ছিল এক রকম হত্যাচেষ্টা। নিরাপত্তা দপ্তরের একজন কর্মীর সামনে এমন ঘটনা ঘটলেও তারা কোনো ব্যবস্থা নেননি। নিরাপত্তা দপ্তরের সবাই আমাদের সঙ্গে অসহযোগিতা করে। প্রায় চার ঘণ্টা আমরা প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু কেউই আমাদের ফোন রিসিভ করেনি। নিরাপত্তা দপ্তরের সামনে এ ধরনের নিরাপত্তাহীনতা আমাদের আগামী দিনের জন্য হুমকিস্বরূপ। আমরা এটার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ ব্যাপারে নিরাপত্তা দপ্তরের প্রধান গোলাম কিবরিয়া জানান, আমরা ঘটনাটি জানার পরপর ঘটনাস্থলে একটি টিম পাঠাই। তারা আশেপাশের পাহাড়ে অভিযান চালিয়েছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা রক্ষার্থে কাজ করে যাচ্ছি।

হামলার বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, দায়িত্ব নেওয়ার পর আমাদের এমন কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। তখন বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি সচল ছিল না। তবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৯০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আমরা সবগুলো ফুটেজ চেক করছি। অপরাধী যেই হোক তাকে রোববারের মধ্যে শনাক্ত করার চেষ্টা করবো। আইনের আওতায় এনে অবশ্যই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

আহমেদ জুনাইদ/আরএইচ/জিকেএস

Read Entire Article