গভীর রাতে ভেঙে পড়লো সেতু, চলাচল বন্ধ

3 months ago 30

ফরিদপুরের সালথায় গভীর রাতে হঠাৎ করে একটি সেতু ভেঙে পড়েছে। এরপর থেকে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ জুন) দিনগত রাত ৩টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা-মোন্তারামোড় সড়কের ইউসুফদিয়া ইজারাপাড়া গ্রাম এলাকায় খালের ওপর নির্মিত পুরোনো সেতুটি ভেঙে পড়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ২৫ বছর আগে উপজেলার ইফসুফদিয়া ইজারাপাড়া এলাকায় খালের ওপর সেতুটি নির্মাণ করা হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে আশপাশের অন্তত ১৫টি গ্রামের মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। মঙ্গলবার দিনগত গভীর রাতে হঠাৎ করে সেতুটির একপাশ ভেঙে পড়ে। ফলে সেতুটি দিয়ে চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ইজিবাইকচালক ফায়েজুর বলেন, ‌‘ভারী বৃষ্টির কারণে সেতুর একপাশ ভেঙে পড়েছে। ফলে যানচলাচল এমনকি পায়ে হেঁটে চলাচলও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে সাত কিলোমিটার পথের জায়গায় ঘুরতে হচ্ছে কমপক্ষে ১২ কিলোমিটার পথ।’

গভীর রাতে ভেঙে পড়লো সেতু, চলাচল বন্ধ

জানতে চাইলে উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার বিভাগ) আবু জাফর মিয়া বলেন, সেতুটি ভেঙে পড়ার খবর পেয়েছি। খুব শিগগির এটি মেরামত করা হবে।

তিনি আরও বলেন, সেতুটি প্রায় ২৫ বছরের পুরোনো। তখন সালথা উপজেলা ছিল না। যে কারণে কত সালে ও কত টাকা ব্যয়ে নির্মিত তা জানা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, বিষয়টি জেলা পর্যায়ে জানানো হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

Read Entire Article