গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..

2 hours ago 2
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার (১৫ আগস্ট) ছাত্র-জনতা এ প্রতিকৃতি ভেঙে দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  ভিডিতে দেখা যায়, মো. রাসেল হোসেন নামের একজন প্রতিকৃতির সামনে পুষ্পমাল্য রেখে যান। এ সময় রাসেলের পরিচয় শনাক্ত হলেও বাকিদের পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গভীর রাতে দুই ব্যক্তি এসেছিল। একজন ফুল দিয়েছে, আরেকজন মোবাইল ফোনে ভিডিও করছিল। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
Read Entire Article