বিয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসে খুন হলেন নারী 

3 hours ago 5

বিয়ে করে সংসার পাতবেন এমন আশায় যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছিলেন ৭১ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত নারী; কিন্তু তার সেই আশা পূরণ হয়নি। ভারতে পা রাখার পরই খুনের শিকার হন ওই নারী। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি  

গত জুলাইয়ে এ ঘটনা ঘটলেও সম্প্রতি বিষয়টি সামনে এসেছে। ওই নারী নিখোঁজ হওয়ার পর লুধিয়ানা থানায় একটি এফআইআর দায়ের করা হয়। সেখানে একজন সন্দেহভাজনের নাম উল্লেখ করা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এরপরই বিষয়টি প্রকাশ্যে আসে।  

পুলিশ জানিয়েছে, ৭১ বছর বয়সী ওই নারী লুধিয়ানায় বসবাসরত ইংল্যান্ডের নাগরিক ৭৫ বছর বয়সী চরণজিৎ সিং গ্রেওয়ালের আমন্ত্রণে তিনি ভারতে এসেছিলেন। তার সঙ্গে ওই নারীর বিয়ে হওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, তিনিই এই হত্যা করেছেন। 

পুলিশ জানিয়েছে, গত ২৪ জুলাই কমল কৌর খাইরার তার বোন পান্ধরের মোবাইল ফোন বন্ধ পান। এরপরই তার সন্দেহ হয়। পরে তিনি গত ২৮ জুলাই নয়াদিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসে অভিযোগ করেন। পরে পুলিশের কাছেই এর তদন্ত ভার পড়ে। 

গত সপ্তাহে খাইরার পরিবার বোনের মৃত্যুর খবর পায়। এ ঘটনায় পুলিশ সুখজিৎ সিং সোনু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি পান্ধরকে হত্যা করে দেহ পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করেন। পুলিশ জানায়, গ্রেওয়ালের নির্দেশেই সনু ওই নারীকে হত্যা করে। এজন্য তাকে ৫০ লাখ রুপি দেওয়ার কথা বলা হয়েছিল। 

লুধিয়ানা পুলিশ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সতীন্দর সিং বলেন, এ ঘটনায় পলাতক গ্রেওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

Read Entire Article