গরমে বিঘ্নিত হতে পারে ঈদ আনন্দ

2 days ago 10

দেশের অর্ধেকেরও বেশি অঞ্চলের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। রোববার তাপপ্রবাহের মাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে সোমবারও তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে, একই সঙ্গে রাতের তাপমাত্রা আরও কিছুটা বেড়ে অস্বস্তির মাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

রোববার সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সোমবার (৩১ মার্চ) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ দেখা না গেলে ঈদ হবে মঙ্গলবার (১ এপ্রিল)। তবে এরই মধ্যে চাঁদ দেখা যাওয়ায় রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সে হিসেবে সন্ধ্যায় চাঁদ দেখতে পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সোমবার ঈদ উদযাপিত হলে গরমে বিঘ্নিত হতে পারে ঈদ আনন্দ। কারণ সোমবার দেশের কোথাও বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের বেশিরভাগ অঞ্চলেই তাপপ্রভাব পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ছুঁই ছুঁই করছে। এরই মধ্যে গরমে কষ্ট পাচ্ছে মানুষ।

আরও পড়ুন:

আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের ৩৫ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সিলেটের দিকে সামান্য বৃষ্টি হওয়া ছাড়া আগামী কয়েকদিন তাপপ্রবাহ পরিস্থিতি মোটামুটি এ রকমই থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌলভীবাজার, রাঙ্গামাটি, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ ঢাকা (১৩টি জেলা), রাজশাহী (৮টি জেলা) ও খুলনা (১০টি) বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

তবে মঙ্গলবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল যশোরে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরএমএম/এমএইচআর/জেআইএম

Read Entire Article