যেভাবে কাটলো পুলিশের ঈদ

1 day ago 7

দেশবাসী যখন ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত তখনো পরিবার ছেড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত পুলিশ সদস্যরা। পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের সুযোগ মেলেনি, মেলেনি আপনজনের হাত ধরে ঈদগাহ ময়দানে নামাজে শরীক হওয়ার সুযোগটুকুও। ডিউটির ফাঁকেই ঈদের জামাতে অংশ নিতে হয়েছে।

তবে পরিবারের সঙ্গে আনন্দ উদযাপন করতে না পারলেও ঈদের দিন উন্নতমানের খাবারের আয়োজন ছিল মানুষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সর্বদা দায়িত্ব পালন করেছেন।

ঈদের দিন রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে দ্বায়িত্ব পালন করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মুসল্লিদের ভিড়ে তাকালেই দেখা মেলে ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্যদের। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ঈদ আনন্দটাও মলিন হয়েছে তাদের।

যেভাবে কাটলো পুলিশের ঈদ

কীভাবে কেটেছে বিশেষ এই দিন- জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জাগো নিউজকে বলেন, আমাদের পুলিশদের ডিউটির মধ্যেই ঈদ কেটেছে। অন্যরা যেন সুন্দরভাবে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য ঢাকা মহানগর পুলিশ নিরাপত্তার দ্বায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট ছিল।

তিনি বলেন, সকালে ঘুম থেকে উঠেই ডিউটির মধ্যদিয়ে আমাদের ঈদ শুরু হয়েছে। রাস্তায় যে যেখানে ডিউটিতে ছিলেন সেখানেই সুযোগ বুঝে ঈদের জামাতে অংশ নিয়েছেন। নামাজ শেষ করেই আবার ডিউটি শুরু করেছেন।

আরও পড়ুন

এদিন পুলিশ সদস্যদের জন্য কী ধরনের খাবারের আয়োজন ছিল, জানতে চাইলে তিনি বলেন, ঈদ উপলক্ষে অন্যান্য দিনের তুলনায় পুলিশ সদস্যদের জন্য উন্নতমানের খাবারের আয়োজন ছিল।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নগরবাসীর নিরাপত্তা দিনরাত কাজ করে যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, রাজধানীতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

রাজধানীতে অনুষ্ঠিত সব ঈদ জামাতের নিরাপত্তায় এবার ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ‘সমন্বিত নিরাপত্তা বলয়’ গড়ে তোলার কথা আগেই জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

যেভাবে কাটলো পুলিশের ঈদ

সোমবার (৩১ মার্চ) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠ, সংসদ ভবন এলাকা, গুলশানের আজাদ মসজিদসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সব স্থানেই ছিল পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোর থেকেই টহল দেন। এছাড়াও সকাল থেকেই সড়কের গুরুত্বপূর্ণ স্থানে দ্বায়িত্ব পালন করেন তারা। একই সঙ্গে বিনোদন কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে কাজ করে চলেছেন তারা।

এছাড়াও ঈদের দিন রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছিল চেকপোস্ট। বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও শনির আখড়া বাস টার্মিনালসহ শহরের প্রবেশ ও বের হওয়ার সড়কগুলোতে তল্লাশি চালানো হয়। কোনো ধরনের সন্দেহজনক কিছু নজরে এলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়।

এর আগেই পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঈদের ছুটিতে রাজধানী থেকে প্রচুর মানুষ গ্রামে চলে যাওয়ায় শহরের বেশকিছু এলাকা ফাঁকা হয়ে গেছে। এ সময় চুরি, ডাকাতি বা অন্যান্য অপরাধ রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। পুলিশের কন্ট্রোল রুম থেকেও সার্বক্ষণিক নজরদারি চালানো হয়েছে।

কেআর/ইএ/এমএস

Read Entire Article