গরু চুরির মামলায় কারাগারে যাওয়া স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

4 hours ago 3

গরু চুরির মামলায় কারাগারে যাওয়া ফেনীর দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম কে আর সূর্য সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও অনৈতিক কাজে লিপ্ত থাকায় আলা উদ্দিনকে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পৃথক বিজ্ঞপ্তিতে নিজাম উদ্দিন হায়দারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, গত ৫ অক্টোবর দিনগত গভীর রাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া খুশিপুর এলাকায় দুই বাড়ি থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র।

এ ঘটনায় মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত রাতে পৌরসভার উত্তর শ্রীধরপুর এলাকা থেকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলা উদ্দিনকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ অভিযোগ প্রমাণিত হলে পরবর্তীতে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

Read Entire Article