গরু-ছাগলসহ আটক দুজনকে গণধোলাই, পরে পুলিশে সোপর্দ

2 weeks ago 11

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গরু ও ছাগলসহ দুজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সঙ্গে থাকা একটি গরু ও চারটি ছাগল উদ্ধার এবং চোরাই মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার তালতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ বন্দর এলাকার মৃত আলী আজগরের ছেলে মো. মামুন (৪০) এবং একই জেলা ও থানার মৃত সিরাজ হোসেনের ছেলে কামাল হোসেন (২৮)।

পুলিশ জানায়, উপজেলার তালতলা এলাকায় গরু চোর সন্দেহে দুজনকে আটকে মারধর করেন স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা গরু ও ছাগলসহ তাদের হস্তান্তর করেন।

ওসি আব্দুল বারী জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।

মো. আকাশ/এসআর/জেআইএম

Read Entire Article