গলায় চানাচুর আটকে শিশুর করুণ মৃত্যু

1 month ago 13
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চানাচুর গলায় আটকে এক বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের কোনাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত শিশুটির নাম সুমাইয়া আক্তার। সে ওই গ্রামের সাইদুর রহমানের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, শিশু সুমাইয়াকে চানাচুর খেতে দেওয়া হলে হঠাৎ তা তার গলায় আটকে যায়। এতে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান শাওন কালবেলাকে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়েছে।
Read Entire Article