গাইবান্ধায় হবে ৩৪ আশ্রয়কেন্দ্র, ব্যয় ২৪১ কোটি ৮৮ লাখ টাকা

2 months ago 9

গাইবান্ধা জেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্রের জন্য ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১৫৫ কোটি টাকা ব্যয় অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার (৮ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগ থেকে গাইবান্ধা জেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে নিয়ে আসা হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে অনুমোদন দিয়েছে।

জানা যায়, আশ্রয়কেন্দ্র নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৬টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তার মধ্যে চারটি প্রস্তাব কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশে রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে মো. রাশেদুজ্জামান পিটার এবং মেসার্স হামীম ইন্টারন্যাশনালকে দিয়ে প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে গাইবান্ধা জেলায় ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজের জন্য ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১৫৫ টাকা ব্যয়ের অনুমোদন চাওয়া হলে তা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এমএএস/এমএএইচ/এমএস

Read Entire Article