গাইবান্ধায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

17 hours ago 13

গাইবান্ধায় অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে শহরের একোস্টেট পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, পৌর শহরের মতিন বিহারীর ছেলে সাইদ হাসান জসিম বিহারী (৪৫)। তিনি পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অপরজন হলেন- গাইবান্ধা শহরের একোস্টেট পাড়া মৃত মন্টু মিয়া ছেলে মোস্তাক আহমেদ রঞ্জু (৪৮)। তিনি সাবেক গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পলাতক সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও এমপি মাহমুদ হাসানের ঠিকাদারি ব্যবসায়িক পাটনার।

পুলিশ জানায়, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের কিছু কর্মী দেশকে অস্থিতিশীল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানি পোস্ট দিয়ে যাচ্ছে। এদের মধ্য বিভিন্ন মামলার আসামি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে নানা ধরনের সহযোগী ছিলেন। এ ধরনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে আওয়ামী লীগের দুই নেতাকে শহরের একোস্টেট পাড়া গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অংশ হিসেবে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা গাইবান্ধা জেলা বিএনপিরি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি।

এ এইচ শামীম/এমএএইচ/

Read Entire Article