গাইবান্ধায় দুই যুগ পর জামায়াতের কর্মী সম্মেলন আজ

3 weeks ago 26

আজ (মঙ্গলবার) গাইবান্ধায় হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন। গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় এ সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। কর্মী সম্মেলনে লক্ষাধিক লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে দলটি।

সোমবার দুপুর ১২টার দিকে শহরের ডেভিট কোম্পানি পাড়ায় দলটির জেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা আমির আব্দুল করিম।

এসময় তিনি বলেন, দলের বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবছরই কর্মী সম্মেলন করতে হয়। তারই অংশ হিসেবে এ সম্মেলন। এ সম্মেলনে ১ লাখ ২৫ হাজার লোক সমাগমের লক্ষ্য রয়েছে। সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সাড়ে ৬০০ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন। যানজট এড়ানোর জন্য শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান রোকন, পৌর আমির অধ্যাপক একেএম ফেরদৌস আলম, জামায়াত নেতা জোবায়ের আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলার সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার রুম্মান প্রমুখ।

দীর্ঘ প্রায় ২ যুগ পর এ মাঠে প্রকাশ্য সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী । ২০০২ সালে জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী এ মাঠে তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য রাখেন। এরপর এ মাঠে আর কোনো প্রকাশ্য সমাবেশ করতে পারেনি জামায়াত।

এ এইচ শামীম/এমএইচআর 

Read Entire Article