গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

3 months ago 89

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. দুলাল মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৯ মে) উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুলাল মিয়া একই এলাকার মৃত রেনু মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানায়, দুলাল মিয়া বাড়ির পাশে গাছ কাটতে যান। এক পর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্বজনরা তাকে দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

Read Entire Article