গাজার দুর্ভিক্ষকে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ বললেন হাল্ক

5 days ago 4

‘হাল্ক’ খ্যাত মার্কিন অভিনেতা মার্ক রাফালো গাজায় চলমান দুর্ভিক্ষকে তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘মানবসৃষ্ট বিপর্যয়’। এরপর তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান, যেন তারা ইসরায়েলের যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেন।

গেল সপ্তাহে ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রাফালো বলেন, ‘এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো খরা নয়। এটি এক মানবসৃষ্ট বিপর্যয়। বেসামরিক জনগণকে হত্যার জন্য এটি এক মানবসৃষ্ট অপরাধমূলক কাজ, যা ইসরায়েলি সেনারা চালাচ্ছে।’

তিনি বিশ্বজুড়ে নাগরিকদেরও কণ্ঠ তুলতে আহ্বান জানান। বলেন, ‘আপনারা এই দুর্ভিক্ষের অবসান দাবি করুন। গণহত্যা ও ধ্বংসের অবসান দাবি করুন। দায়বদ্ধতা দাবি করুন—জীবনের পক্ষে দাঁড়ান। গাজাকে অনাহারে মরতে দেবেন না। আওয়াজ তুলুন। ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি না আসা পর্যন্ত থামবেন না। অবশ্যই গাজার ওপর হামলা বন্ধ করতে হবে, ইসরায়েলি জিম্মিদের ঘরে ফিরিয়ে আনতে হবে এবং গাজায় অনবরত শিশুদের হত্যা বন্ধ করতে হবে। এই যুদ্ধে নিহতদের ৮০ শতাংশের বেশি বেসামরিক মানুষ। এটা পাগলামি। কিছু একটা করুন।’

মার্ক রাফালো মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে সবচেয়ে জনপ্রিয় হাল্ক চরিত্রে অভিনয় করেছেন এবং ‘দ্য অ্যাভেঞ্জার্স’ সিরিজে ড. ব্রুস ব্যানার/হাল্ক হিসেবে পরিচিত। রাফালো বিশ্ব নেতাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনারা বলুন ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতি আছে, বলুন যুদ্ধ বন্ধ করতে চান; তাহলে কিছু করুন। জার্মানি, ইউরোপ, যুক্তরাজ্য—সবাই কিছু করুন। আমরা কি বসে বসে এসব ঘটতে দেখব? গাজায় যা হচ্ছে, এটা পাগলামি, হৃদয়বিদারক।’

রাফালোর এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন তার সহ-অভিনেতা জশ ব্রোলিন, যিনি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে ‘থ্যানোস’ চরিত্রে অভিনয় করেছেন। ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় রাফালোর অবস্থানের প্রশংসা করেছেন।

Read Entire Article