গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

2 months ago 53

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় এসব ফিলিস্তিনি নিহত হন। 

মঙ্গলবার (২৭ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ভোর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮১ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৫৩ জনই গাজা সিটির বাসিন্দা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চলমান যুদ্ধে এ পর্যন্ত ৫৩ হাজার ৯৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত  এক লাখ ২২ হাজার ৯৬৬ জন। 

সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে হামাস ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ভিন্ন ভিন্ন বার্তা উঠে এসেছে। আল জাজিরার ওয়াশিংটন প্রতিনিধি জানিয়েছেন, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে বলে খবর পাওয়া গেলেও, এ বিষয়ে দুপক্ষের বক্তব্যে অমিল রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের তীব্র হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দিয়েছে। ফলে রোগী ও ‘ভয়াবহ’ আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, গাজার প্রত্যেকেই কষ্টের মধ্যে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটির এ হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৩৯ জন নিহত হন। এ সময় গোষ্ঠীটি ২০০ জনেরও বেশি ইসরায়েলিকে জিম্মি করে। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। 
 

Read Entire Article