গাজায় চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশ থেকে এমবিবিএস পাস ৪১ জন

1 month ago 11

বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে চিকিৎসা শিক্ষা নিয়ে ফিলিস্তিনের গাজায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন ৪১ জন চিকিৎসক। তারা ফিলিস্তিনের নাগরিক। স্কলারশিপ নিয়ে বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করে নিজ দেশে ফিরে চিকিৎসা সেবায় নিয়োজিত হয়েছেন।

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান এ তথ্য জানিয়েছেন। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ তথ্য জানিয়ে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেন, বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন। এজন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের এ অবদান ফিলিস্তিনিদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। যখন ফিলিস্তিন মুক্ত হবে, তখন আমরা বাংলাদেশের ছাত্র-ছাত্রীদেরও ফিলিস্তিনে পড়ালেখার সুযোগ করে দেবো।

বৈঠকে শিক্ষা উপদেষ্টা ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন। উভয় দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে দুজনের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আরও শিক্ষাবৃত্তি দেওয়ার মাধ্যমে ফিলিস্তিনের ছাত্র-ছাত্রীদের বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রদূত।

তিনি আরও জানান, ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগিতার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। বর্তমানে গাজায় যে সংকট চলছে, এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এএএইচ/এমআরএম

Read Entire Article