গাজায় নিরাপত্তা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করল জাতিসংঘ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বাহিনীর কাঠামো ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে নির্ধারিত হয়েছে। এদিকে সোমবার (১৭ নভেম্বর) হামাস আল জাজিরাকে জানিয়েছে, তারা গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। সংগঠনের এক মুখপাত্র বলেছেন, এটি হবে ইসরায়েলি দখলের বদলে বিদেশি অভিভাবকত্ব আরোপ। গাজার দারাজ এলাকায় একটি স্কুল আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। গাজার প্রশাসন জানিয়েছে, শীতের প্রভাব গভীর হওয়ায় বর্তমানে কমপক্ষে ৩ লাখ তাঁবুর প্রয়োজন। তাঁবুর ব্যবস্থা হলে বাস্তুচ্যুত মানুষদের অস্থায়ী আশ্রয়ের সুযোগ পাবে। ইসরায়েলের হামলায় অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হওয়া হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

গাজায় নিরাপত্তা বাহিনী গঠনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করল জাতিসংঘ

গাজায় আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এ বাহিনীর কাঠামো ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে নির্ধারিত হয়েছে।

এদিকে সোমবার (১৭ নভেম্বর) হামাস আল জাজিরাকে জানিয়েছে, তারা গাজায় কোনো বিদেশি সামরিক বাহিনীর উপস্থিতি মেনে নেবে না। সংগঠনের এক মুখপাত্র বলেছেন, এটি হবে ইসরায়েলি দখলের বদলে বিদেশি অভিভাবকত্ব আরোপ।

গাজার দারাজ এলাকায় একটি স্কুল আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।

গাজার প্রশাসন জানিয়েছে, শীতের প্রভাব গভীর হওয়ায় বর্তমানে কমপক্ষে ৩ লাখ তাঁবুর প্রয়োজন। তাঁবুর ব্যবস্থা হলে বাস্তুচ্যুত মানুষদের অস্থায়ী আশ্রয়ের সুযোগ পাবে।

ইসরায়েলের হামলায় অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত গাজায় অন্তত ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হওয়া হামলায় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow