ফিলিস্তিনের গাজা উপত্যকায় সফরে গিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ শেষ হওয়ার পর হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি যোদ্ধাদের গাজা শাসন করার আর সুযোগ থাকবে না।
একইসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েল হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সফল হয়েছে এবং গাজায় তাদের আধিপত্য বন্ধ হবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) নেতানিয়াহু গাজার কেন্দ্রীয় নেটজারিম করিডর পরিদর্শনকালে এক ভিডিও বার্তায় এসব মন্তব্য করেন। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানও তার সঙ্গে ছিলেন। খবর টাইমস অব ইসরায়েল।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল এখনো ১০১ জন জিম্মির অবস্থান শনাক্ত করতে কাজ করছে এবং তাদের ফিরিয়ে আনার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কারের প্রস্তাব দিয়েছে।
তিনি বলেন, যে কেউ জিম্মিদের ক্ষতি করার দুঃসাহস দেখাবে, তাকে চূড়ান্ত মূল্য দিতে হবে। আমরা তাকে খুঁজে বের করব এবং শাস্তি দেব। তবে, যিনি আমাদের কাছে একটি জিম্মি ফিরিয়ে আনবেন, তাকে এবং তার পরিবারকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে। বেছে নিন, পছন্দ আপনার; কিন্তু ফলাফল একই থাকবে। আমরা আমাদের সব জিম্মিকে ফিরিয়ে আনব।
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু আরও স্পষ্ট করে জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির বিষয়ে তাদের অবস্থান কঠোর। তিনি বলেন, যুদ্ধবিরতি ঘোষণা হলেও আমাদের অভিযান থামবে না। আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং হামাসের শাসন শেষ করে শান্তি প্রতিষ্ঠা করব।
উল্লেখ্য, মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রস্তাবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে লেবাননের সেনা ও জাতিসংঘ শান্তিরক্ষীদের উপস্থিতি ছাড়া অন্য কোনো বাহিনী থাকতে পারবে না।
এছাড়া, ইসরায়েলি বাহিনীকে দক্ষিণ লেবানন থেকে সরিয়ে নেওয়ার প্রস্তাবও রয়েছে। এই যুদ্ধবিরতির প্রস্তাবের পেছনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ রয়েছে, যাতে যুদ্ধ আরও বিপজ্জনক না হয়ে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হয়।