গাজায় প্রতিরোধের মুখে ইসরায়েলি সেনারা, ব্যাপক ক্ষয়ক্ষতি

6 hours ago 4

গাজা সিটিতে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে একজন ইসরায়েলি সেনা নিহত এবং কমপক্ষে ১১ জন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া লজিস্টিক কিছু সুবিধাও ধ্বংস করেছে প্রতিরোধ যোদ্ধারা। 

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ সেনা নিহতের তথ্য স্বীকার করেছে। তারা জানিয়েছে, ওই হামলায় চার সেনা নিখোঁজ রয়েছেন। অতিরিক্ত সেনা পাঠিয়ে তাদের খোঁজা হচ্ছে।

শনিবার (৩০ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির জেইতুন এলাকায় হামাস যোদ্ধারা ইসরায়েলি সৈন্যদের ওপর অতর্কিত হামলা চালায়। তীব্র গুলিবর্ষণের মধ্যে সৈন্যদের সরিয়ে নিতে ইসরায়েলি সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়েছে। সেখানে থেমে থেমে যুদ্ধ হয়। সর্বশেষ পরিস্থিতি এখনও অজানা। 

শুক্রবার (২৯ আগস্ট) এ ঘটনা ঘটে।  ঘটনার পর ইসরায়েলি সেনারা হ্যানিবাল প্রোটোকল চালু করে, যা যুদ্ধক্ষেত্রে সেনাদের বন্দি হওয়া ঠেকাতে ব্যবহৃত হয়। হামাসের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, গাজা দখলের মূল্য ইসরায়েলি সেনাদের রক্ত দিয়েই চুকাতে হবে। এ ধরনের অভিযানে আরও বেশি ইসরায়েলি সেনা বন্দি হওয়ার সম্ভাবনা বাড়ছে।

সর্বশেষ মৃত্যুর ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা ৪৫৫ জনে দাঁড়িয়েছে। তবে হামাস যোদ্ধারা দাবি করছে, ইসরায়েল সেনা হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করেছে। নিহতের সংখ্যা আরও বেশি।

Read Entire Article