গাজায় যুদ্ধবিরতি সমন্বয় কেন্দ্রের বেসামরিক প্রধান নিয়োগ দিল যুক্তরাষ্ট্র

10 hours ago 3
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণকারী সংস্থার বেসামরিক প্রধান হিসেবে একজন অভিজ্ঞ কূটনীতিককে মনোনীত করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পেশাগত কূটনীতিক স্টিভ ফ্যাগিন মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সাথে কাজ করবেন। প্যাট্রিক যুদ্ধবিরতির পর স্থাপিত সমন্বয় কেন্দ্রে সামরিক প্রধান পদে নিযুক্ত রয়েছেন। এ কেন্দ্রের বেসামরিক প্রধান হিসেবে প্যাট্রিককে সহযোগিতা করবেন স্টিভ ফ্যাগিন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।   যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর ও টেকসই করতে ‘বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্র, (সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার) নামের একটি সংস্থা গঠন করেছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রায় ২০০ মার্কিন সেনাকে পাঠানো হয়েছে। তারা ইসরায়েল এবং ইউরোপীয় দেশগুলোর সৈন্য, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের প্রতিনিধি, জাতিসংঘ এবং সাহায্য গোষ্ঠীর কর্মীদের সাথে কাজ করছে। গাজা থেকে অল্প দূরত্বে কেন্দ্রটি অবস্থিত। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানটি পরিদর্শন করেন এবং এটিকে একটি ঐতিহাসিক উদ্যোগ বলে অভিহিত করেন। রুবিও বলেন, উত্থান-পতন এবং মোড় ঘুরবে। তবে আমার মনে হয় যে অগ্রগতি সম্পর্কে আমাদের সুস্থ আশাবাদের অনেক কারণ রয়েছে। মধ্যপ্রাচ্যে ফাগিনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০২২ সাল থেকে ইয়েমেনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। মূলত সৌদি আরবে থেকে তিনি ইয়েমেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। একটি অস্থির সময়ে মার্কিন স্বার্থ রক্ষায় তার অবদান রয়েছে। এ ছাড়া তিনি তিন মাস বাগদাদে শীর্ষ মার্কিন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন । ওই সময় গুরুত্বপূর্ণ মার্কিন সিদ্ধান্ত বাস্তবায়নে তার দক্ষতা প্রকাশ পায়। 
Read Entire Article