এখনও শুরু হয়নি গাজা-ইসরায়েল যুদ্ধবিরতি। নির্ধারিত সময় থেকে এক ঘণ্টার বেশি অতিবাহিত হয়ে গেলেও যুদ্ধবিরতি কার্যকর হয়নি।
ইসরায়েল বলছে, মুক্তি দেওয়া হবে এমন জিম্মি ব্যক্তিদের তালিকা হামাস প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি শুরু করবে না তারা। খবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার।
এর আগে ফিলিস্তিনির স্বাধীনতাকমী সংগঠন হামাস জানিয়েছে, ‘কারিগরি সমস্যার’ কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা প্রকাশ করতে দেরি হচ্ছে।
এরপর নেতানিয়াহুর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে জানিয়ে দিয়েছেন যে নির্ধারিত সময় যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হচ্ছে না। যতক্ষণ না হামাসের পক্ষ থেকে প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তি দিতে যাওয়া জিম্মি ব্যক্তিদের তালিকা দেওয়া হবে, ততক্ষণ এটি কার্যকর করা হবে না।’
গতকাল শনিবার গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দেয় ইসরায়েলের মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ ১৫ মাস ধরা চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলছে বলে আশা করা হচ্ছিল। তিন ধাপে কার্যকর করার কথা রয়েছে এই চুক্তি। এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় ৪২ দিনের।