বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গাজায় মানবিক সহায়তার প্রবাহ কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনো প্রয়োজনের তুলনায় অতি সামান্য। সংস্থাটি বর্তমানে অঞ্চলটির স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে।
ডব্লিউএইচও’র মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস বৃহস্পতিবার বলেন, আমরা অংশীদার সংস্থাগুলোর সঙ্গে মিলে গাজার স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদি পুনরুদ্ধার ও পুনর্গঠনের পরিকল্পনা করছি, যা সম্পূর্ণ করতে অন্তত ৭ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
দুই বছর ধরে চলা ইসরায়েল-হামাস সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, বিপুল সংখ্যক মানুষ এখনো আহত বা চিকিৎসাহীন অবস্থায় রয়েছে।
ডব্লিউএইচও আরও জানায়, যুদ্ধবিরতির পর থেকে গাজার খাদ্য পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে, তবে অবস্থা স্বাভাবিক করতে আরও দীর্ঘ সময় ও সহায়তা প্রয়োজন।
সংস্থার তথ্যানুযায়ী, ২০২৫ সালে অপুষ্টিজনিত কারণে গাজায় ৪১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১০৯ জন শিশু এবং তাদের মধ্যে ৮৪ জনের বয়স পাঁচ বছরের কম।
সূত্র: রয়টার্স
এমএসএম