গাজায় হামলার মধ্যেই নতুন ঘোষণা ইসরায়েলের

5 hours ago 4

গাজা শহর দখলের প্রচেষ্টা জোরদার করেছে ইসরায়েল। সে সঙ্গে নতুন এক ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী- আইডিএফ। তারা দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে একটি নতুন মানবিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দ্য টাইমস অব ইসরায়েল জানায়, এই অঞ্চলে ফিল্ড হাসপাতাল, সুপেয় পানির পাইপলাইন, খাদ্য, তাঁবু, ওষুধ ও চিকিৎসা সরবরাহের অবিচ্ছিন্ন প্রবাহ থাকবে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয় করে এসব করা হবে।

আইডিএফ জানিয়েছে, এই প্রচেষ্টাগুলো উত্তর গাজায় তাদের ক্রমবর্ধমান আক্রমণের সাথে সমান্তরালভাবে অব্যাহত থাকবে।

এই ঘোষণাটি আসে যখন সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের গাজা শহর থেকে দক্ষিণে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। ইসরায়েল বলছে, সৈন্যরা হামাসের অবশিষ্ট শক্ত ঘাঁটিগুলো দখল এবং শেষ পর্যন্ত শহরটি জয় করেই ছাড়বে। এ জন্য হামলার তীব্রতা বাড়তে পারে।

এদিকে রাফাহ ক্রসিংসহ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কাতার ও মিসর সতর্ক বার্তা দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে, মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় নেতানিয়াহুর মন্তব্যকে ওই অঞ্চলে উত্তেজনা দীর্ঘায়িত করার এবং গাজায় ইসরায়েলি লঙ্ঘনের জন্য জবাবদিহিতা এড়িয়ে অস্থিতিশীলতা বজায় রাখার চলমান প্রচেষ্টা হিসাবে বর্ণনা করেছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। একে ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘনের জন্য দখলদার বাহিনীর পদ্ধতির সম্প্রসারণ বলে অভিহিত করেছে তারা।

এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে দখলদাররা সম্মিলিত শাস্তির নীতি প্রয়োগ করছে। ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি ছেড়ে যেতে বাধ্য করতে বা তাদের বৈধ অধিকার কেড়ে নিতে ইসরায়েল সফল হবে না।

Read Entire Article