বিশ্ব ইজতেমায় দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি নিশ্চিতের দাবির পাশাপাশি ২০ থেকে ২৪ ডিসেম্বর ইজতেমা ময়দানে ৫ দিনব্যাপী জোর ইজতেমা করার দাবি সাদপন্থি দাওয়াত ও তাবলিগের উলামায়ে কেরাম ও সাধারণ সাথীদের।
সোমবার (২ ডিসেম্বর) সকালে তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গীর উপপুলিশ কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেছেন।
এ সময় গাজীপুর জেলা সাদ অনুসারীরা জানান, মাওলানা সাদ কান্ধলভী সারা বিশ্বে ইজতেমা করছেন, তাকে আমরা চাই। একটা সংগঠনের আমির যদি না আসে আমরা কি মেসেজ নিয়ে যাব। আমরা সারা পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যেতে চাই। সারা বিশ্বের আমির সাহেবকে আমরা বিশ্ব ইজতেমায় চাই।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার এমএন নাসির উদ্দিন বলেন, স্মারকলিপিটি উচ্চপর্যায়ে পাঠানো হবে। তারা ইজতেমা ঘিরে কোনো বিশৃঙ্খলা চান না।