গাজীপুরে কারাগারে দুই কয়েদির মৃত্যু

4 hours ago 5

গাজীপুর জেলা কারাগার এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ দুই কয়েদির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন অসুস্থ হয়ে ও অপরজন আত্মহত্যা করে মারা গেছেন বলে জানিয়েছে কারা সূত্র।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে গাজীপুর জেলা কারাগারে ও সোমবার (১০ ফেব্রুয়ারি) কাশিমপুর কারাগার পার্ট-১ এ দুটি ঘটনা ঘটে।

গাজীপুর জেলা কারাগারে আত্মহত্যা করা কয়েদির নাম ওমর ফারুক (৩৩)। তিনি জেলার কাপাসিয়া থানাধীন টোক ইউনিয়নের বীর উজ্জলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। ওমর ফারুক ২০১৯ সালের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আাসামি। সম্প্রতি তিনি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধরের আরেকটি মামলার আসামি ছিলেন।

অন্যদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এ মারা যাওয়া কয়েদির নাম দুলাল উদ্দিন (৫০)। তিনি কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা কারা সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক সেলে কম্বল পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খোঁজ পেয়ে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়। পরিস্থিতির অবনতি হলে মুমূর্ষু অবস্থায় কয়েদিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও জানা গেছে, ২০১৯ সালের একটি মামলায় ওমর ফারুকের দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়। চলতি বছরের ২৫ জানয়ারি থেকে কারাগারে আছেন। ২৯ জানুয়ারি কারাগারের ভেতরে কেইস টেবিলে সার্জেন্ট ইন্সট্রাক্টর ফয়েজ উদ্দিনের ওপর হামলা করে রক্তাক্ত করেন। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা হয়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ ফরহাদ কয়েদি ওমর ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বলেন, দুলাল উদ্দিন নামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি সোমবার রাত ১১টায় বুকের ব্যথা অনুভব করেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Read Entire Article