গাজীপুরে গভীর রাতে আগুনে পুড়লো দুই দোকান

3 hours ago 6

গাজীপুর মহানগরীর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গেট এলাকায় দুইটি টিনশেড দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে একটি টিনশেড কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই ছড়িয়ে যায়। পরে পাশের আরও একটি ওয়ার্কশপ দোকানসহ দুইটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস ছামাদ বলেন, কী কারণে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্তের মাধ্যমে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

Read Entire Article