শীত প্রায় শেষ, বলা যায় গরমও চলে এসেছে। সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়া জানান দিচ্ছে তারই। অনেকেই এরই মধ্যে এসি চালাতে শুরু করেছেন। আবার কেউ কেউ খুব শিগগির এসি ব্যবহার শুরু করবেন। অনেকে এখনই নতুন এসি কিনতে চাচ্ছেন।
শীতের শেষের এই সময়টাতে অনেক ব্র্যান্ড তাদের এসিতে ছাড় বা ডিস্কাউন্ট দিয়ে থাকে। এসি কেনার সঠিক সময়ের কথা মাথায় রাখলে কিন্তু প্রচুর টাকা সাশ্রয় করা সম্ভব। অফ-সিজন হলো শীতের মৌসুম এবং বসন্তের সূচনা। এই সময়টা এসি কেনার জন্য আদর্শ। ফলে অনেক কম খরচেই এসি কেনা সম্ভব এখন।
>> এসির দামে আবহাওয়ার প্রভাব থাকে। আসলে শীতের মৌসুমে এসির চাহিদা থাকে কম। তাই কম চাহিদার জেরে শীতের মৌসুমে এসির দাম কম থাকে। গ্রীষ্ম আসার আগেই সামার প্রি-সেল রাখে কোম্পানিগুলো। আকর্ষণীয় অফার দেওয়া হয়।
>> গ্রীষ্মের দাপট শুরু হওয়ার আগে প্রি-সামার সেলের অংশ হিসেবে কোম্পানিগুলো ডিসকাউন্ট এবং আকর্ষণীয় অফার দিয়ে থাকে।
>> পোস্ট-সামার ক্লিয়ারেন্স সেল দেওয়া হয় এই সময়ে। তাই বাজেট-ফ্রেন্ডলি বিকল্প পাওয়া যেতে পারে।
>> উৎসবের সময় দেওয়া ডিলকে কাজে লাগাতে পারেন গ্রাহকরা। কারণ প্রত্যেকটা ডিভাইসের উপরেই ভালো ভালো অফার পাওয়া যায় এই সময়টায়।
সূত্র: দ্য ইন্ডিয়ান টাইমস
কেএসকে/জেআইএম