চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম সুজন (৩৯) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (৯ জানুয়ারি) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন।
নজরুল ইসলাম সুজন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের বালুবাগান এলাকার মো. ইব্রাহিমের ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক।
- আরও পড়ুন
শিক্ষার্থীদের দেওয়া তথ্যে সাবেক এমপি চয়নকে গ্রেফতার করলো পুলিশ
পাওনা ২০০ টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান এলাকায় মো. নজরুল ইসলাম সুজনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শোবার ঘর থেকে একটি কাপড়ের ব্যাগের মধ্যে দুই পলিথিনে মোড়ানো ৬০০ অ্যাম্পুল (বুপ্রেনরফিন ইঞ্জেকশন) পাওয়া যায়। এরপর তাকে আটক করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই আসাদুর রহমান তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করা হয়।
সোহান মাহমুদ/কেএসআর